এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ এর সহযোগীতায় ‘Analysis of the SME Clusters in Bangladesh’ শিরোনামে বাংলাদেশের এসএমই ক্লাস্টার ম্যাপিং স্টাডি পরিচালনা করা হবে। উক্ত ম্যাপিং স্টাডিতে দেশব্যাপী এসএমই ক্লাস্টার চিহ্নিতকরণ, তাদের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা এবং এসএমই উন্নয়নে সহায়তার জন্য সুপারিশ প্রদান করা হবে। আলোচ্য স্টাডি পরিচালনায় আগ্রহী প্রতিষ্ঠানসমূহ ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের প্রকিউরমেন্ট সিস্টেমের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে।
বিজ্ঞাপনের লিংক: https://wbgeprocure-rfxnow.worldbank.org/rfxnow/public/advertisement/4973/view.html