১৮-১৯ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ‘ফার্নিচার শিল্পের উন্নয়নে আধুনিক উৎপাদন প্রযুক্তি’ ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।
কর্মশালায় শেরপুর জেলার নলকা কাঠ মিস্ত্রি কল্যাণ সমিতির ১৫জন ফার্নিচার উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ডেমনস্ট্রেশন কর্মশালায় কাঠুরিয়া সিএনসি ডিজাইন হাউজ, সাতারকুল, বাড্ডা ও উড টেক সলিউশন, কোনাখোলা, কেরানীগঞ্জ পরিদর্শন করা হয়। কর্মশালায় ১ম দিন Computer Aided Design (CAD), Computer Aided Manufacturing (CAM), Computer Numeric Control (CNC), CNC Wood Router মেশিন পরিচিতি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা ও ডেমনস্ট্রেশন প্রদান করা হয় এবং ২য় দিন বিভিন্ন উড ওয়ার্কিং মেশিন, যেমন- Band Saw, Belt Sander, Brush Sander, Circular Saw, Combination Machine, Mortiser Machine, Spindle Moulder, Surface Planer, Thickness Planer মেশিন পরিচিতি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা ও ডেমনস্ট্রেশন প্রদান করা হয়। কর্মশালায় ফার্নিচার শিল্পের বিবিধ আধুনিক মেশিনের প্রয়োজনীয়তা, যথাযথ ব্যবহার বিষয়ে ধারণা প্রদান করা হয় এবং মেশিন সরবরাহকারী/আমদানিকারকের সাথে মতবিনিময় হয় যা তাদের ব্যবসার মূল ধারায় আসতে অনুপ্রাণিত করবে মর্মে আশা করা যায়।