Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০২৩

২২ জুন ২০২৩ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) এর সদস্য উদ্যোক্তাদের ক্যাপিটাল মার্কেটে অন-বোর্ড বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-06-22

এসএমই খাতের যেসব প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী, তাঁদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ইনফরমেশন ডিসসেমিনেশন, রেডিনেস এবং এডভোকেসি করার লক্ষ্যে ফাউন্ডেশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাথে যৌথ কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই অংশ হিসেবে ২২ জুন ২০২৩ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) এর সদস্য উদ্যোক্তাদের ক্যাপিটাল মার্কেটে অন-বোর্ড বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পরিশোধিত মূলধন (Paid up Capital) ন্যুনতম ৫ কোটি টাকা, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণ করে এবং Profitability উর্দ্ধমুখী এমন প্রতিষ্ঠানের ৪০জন উদ্যোক্তা অংশগ্রহণ করবেন। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) জনাব সালাহ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সামিরা জুবেরি হিমিকা। এছাড়াও বেসিসের পরিচালক জনাব একেএম আহমেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব নাজিম হাসান সাত্তার, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সিনিয়র মহাব্যবস্থাপক জনাব মোঃ ছামিউল ইসলাম, ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা সহ ফাউন্ডেশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় SME প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) তে অন্তর্ভুক্তি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর উপ-মহাব্যবস্থাপক জনাব সাইয়িদ মাহমুদ জুবায়ের।