Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০২৩

০৬ মার্চ ২০২৩ এসএমই ফাউন্ডেশন ও এটুআই প্রতিনিধিদলের সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য 'ওয়ান স্টপ সার্ভিস সেন্টার' হিসেবে সেবা প্রদানকারী সিরাজগঞ্জের কামারখন্দের রায়দৌলতপুর ইউডিসি এবং শাহজাদপুর পৌরসভা ডিজিটাল সেন্টার সরেজমিন পরিদর্শন।


প্রকাশন তারিখ : 2023-03-07
০৬ মার্চ ২০২৩ এসএমই ফাউন্ডেশন ও এটুআই প্রতিনিধিদলের সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য 'ওয়ান স্টপ সার্ভিস সেন্টার' হিসেবে সেবা প্রদানকারী সিরাজগঞ্জের কামারখন্দের রায়দৌলতপুর ইউডিসি এবং শাহজাদপুর পৌরসভা ডিজিটাল সেন্টার সরেজমিন পরিদর্শন।
উল্লেখ্য, দেশের সোয়া ৮ হাজারের বেশি ইউনিয়ন/পৌরসভা ডিজিটাল সেন্টারকে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ‘ওয়ান স্টপ সেবা কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন ও এটুআই। এসব ইউডিসি/পিডিসি উদ্যোক্তাগণকে দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তথা সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য তথ্য, পরামর্শ ও দক্ষতা বৃদ্ধি এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে দক্ষ করে তোলা হবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে ৩০টি ডিজিটাল সেন্টারে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশন ও এটুআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। যৌথ কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে এসএমই ফাউন্ডেশন এবং এটুআই এর যৌথ টিম সিরাজগঞ্জ জেলার কামারখন্দের রায়দৌলতপুর ইউডিসি ও শাহজাদপুর পৌরসভা ডিজিটাল সেন্টার সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালীন এসব সেন্টারের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তাদের সেবা প্রদানের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা বিষয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, আগত সেবাপ্রার্থীগণ (সিএমএসএমই উদ্যোক্তা) এবং সেবাদাতাদের সাথে মতবিনিময় করা হয়। পরিদর্শন টিমে ফাউন্ডেশনের পক্ষে উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা ও উপব্যবস্থাপক জনাব সাজু বড়ুয়া এবং এটুআই এর পক্ষে জনাব অশোক বিশ্বাস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট ও জনাব মো. আব্দুল্লাহ-আল-যুবায়ের, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া এক্সপার্ট অংশ নেন। তাছাড়া অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় কামারখন্দের রায়দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং শাহজাদপুর পৌরসভা মেয়রসহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।