Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৫

২৩ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবনা যৌক্তিকীকরণ সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-03-24

২৩ মার্চ ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবনা যৌক্তিকীকরণ সভা আয়োজন।


এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই-বান্ধব ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ ও আর্থিক প্রণোদনা সংশ্লিষ্ট প্রস্তাবনা যৌক্তিকীকরণ সভায় প্রধান অতিথি ছিলেন এসমএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশন, ক্লাস্টার, সমিতি এবং প্রতিষ্ঠানের প্রায় ৩০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৭ ও ২৯ জানুয়ারি ২০২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫ এবং ০৬ ও ১৬ মার্চ ২০২৫ তারিখে সংশ্লিষ্ট চেম্বার, অ্যাসোসিয়েশন, ক্লাস্টার এবং উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দের সাথে ৫টি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবনাগুলো নিয়ে ২০ মার্চ ২০২৫ গবেষণা ও পলিসি অ্যাডভোকেসি শাখার কর্মকর্তাদের সাথে প্রাথমিক যৌক্তিকীকরণ সভা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় আজ চূড়ান্ত যৌক্তিকীকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট শাখার উপমহাব্যবস্থাপক জনাব মৌসুমী রায়, উপব্যবস্থাপক জনাব মঈনুল ইসলাম ও জনাব মো. আলমগীর হোসাইন এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি জনাব মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন।