Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুলাই ২০২২

২৬ জুন ২০২২ শিল্প মন্ত্রণালয়ের সাথে এসএমই ফাউন্ডেশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ স্বাক্ষর।


প্রকাশন তারিখ : 2022-06-26

২৬ জুন ২০২২ শিল্প মন্ত্রণালয়ের সাথে এসএমই ফাউন্ডেশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ স্বাক্ষর।


২৬ জুন ২০২২ শিল্প মন্ত্রণালয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে এসএমই ফাউন্ডেশন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। এসএমই ফাউন্ডেশনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। ২০২২-২৩ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের ৩১টি কার্যক্রমের অধীনে ৪৫টি কর্মসম্পাদন সূচক রয়েছে। মূলত করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এসএমই ফাউন্ডেশন। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারের প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক অর্থায়ন সহজীকরণের লক্ষ্যে ব্যাংকার-উদ্যোক্তা ম্যাচমেকিং প্রোগ্রাাম/ফাইন্যান্সিং মেলা/কনফারেন্স আয়োজন, ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, উদ্যোক্তাদের পণ্যের প্রচার প্রসারের লক্ষ্যে জাতীয়, আঞ্চলিক ও ট্রেডবডি/সেক্টরভিত্তিক এসএমই পণ্য মেলা আয়োজন, উন্নয়নমূলক কার্যক্রমে এসএমই ক্লাস্টার অন্তর্ভুক্তিকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়তাকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তাকরণ, এসএমইতে ৪র্থ শিল্প বিপ্লব উপযোগী সক্ষমতা উন্নয়ন, জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমইবান্ধব প্রস্তাবনা প্রেরণ, এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে গবেষণা ও প্রকাশনা, নারী-উদ্যোক্তা উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, আমদানি-রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ, অনুন্নত জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, আধুনিক ও লাগসই প্রযুক্তি (প্রক্রিয়া/পণ্য) সম্পর্কে সম্যক ধারণা প্রদান, অ্যাডভাইজরি সার্ভিস সেন্টারের মাধ্যমে উদ্যোক্তাদের পরামর্শ সেবা প্রদান ইত্যাদি বিষয়ের ওপর প্রাধান্য দেয়া হয়েছে। সরকার ঘোষিত নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছর থেকে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়।