০৪ আগস্ট ২০২৩ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্যবৃন্দ।
০৪ আগস্ট ২০২৩ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্যবৃন্দ। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন তাঁরা। এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্যবৃন্দ মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপর পরিদর্শন বইয়ে তাঁরা মতামত ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,
অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন;
জনাব আনোয়ার হোসেন চৌধুরী, মহাপরিচালক, বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিসটেন্স সেন্টার (বিটাক);
জনাব এ, কে, এম সাজেদুর রহমান খান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক;
জনাব সামিম আহমেদ, সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন; জনাব মো. রাশেদুল করীম মুন্না, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েশন প্রাইভেট লি.;
মিজ ইসমাত জেরিন খান, ব্যবস্থাপনা পরিচালক, জারমার্টজ লি.;
মিজ স্বর্ণলতা রায়, সভাপতি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ;
ড. এ কে এম মাসুদ, অধ্যাপক, আইপিই বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়;
জনাব মির্জা নুরুল গণী শোভন, স্বত্বাধিকারী, এমএনজি মেটাল ইন্ডাস্ট্রিজ;
মিজ মানতাশা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, রিলা’স ফ্যাশন বুটিক;
জনাব শাহেদুল ইসলাম হেলাল, ভাইস চেয়ারম্যান, বেঙ্গল ব্রেইডেড রাগস্ লি. এবং
ড. মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব নাজিম হাসান সাত্তার, ফারজানা খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।