Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০২৩

২২-২৩ জুলাই ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে নারী-উদ্যোক্তাদের জন্য ‘Smart Skills for Women Entrepreneurs in e-Commerce Business’ কর্মসূচি আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-07-23

২২-২৩ জুলাই ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে নারী-উদ্যোক্তাদের জন্য ‘Smart Skills for Women Entrepreneurs in e-Commerce Business’ কর্মসূচি আয়োজন।

উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। UNESCAP প্রতিনিধি Robert De Jesus অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। রিসোর্স পার্সন ছিলেন জনাব শহীদ উদ্দীন আকবর ও মুমতাহিনা কেয়া। উল্লেখ্য, UNESCAP এর অর্থায়নে এসএমই ফাউন্ডেশনের ‘Catalyzing Women's Entrepreneurship (CWE)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।