১৬-১৭ এপ্রিল ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের জন্য ‘অফিস ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ আয়োজন।
ইনকিউবেটিদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের ধারাবাহিকতায় আয়োজিত প্রশিক্ষণ অফিস ব্যবস্থাপনার নীতি ও বিভিন্ন কলা কৌশলের উপর তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে স্বীয় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন জনাব মামুন মুজতাবা, ব্যবস্থাপনা উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। ইনকিউবেটি ছাড়াও কয়েকজন সম্ভাবনাময় উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।