২১ মে ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে "উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে নারী নেতৃত্বের অবদান: নারী-উদ্যোক্তা প্রেক্ষিত" সেমিনার আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-05-21
২১ মে ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে "উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে নারী নেতৃত্বের অবদান: নারী-উদ্যোক্তা প্রেক্ষিত" সেমিনার আয়োজন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কামরুন নাহার সিদ্দীকা এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য জনাব স্বর্ণলতা রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিনের উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ আশিকুর রহমান এবং প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক জনাব মুনির হাসান। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) জনাব সালাহউদ্দিন মাহমুদের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা পর্বে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, নারী-উদ্যোক্তা, ব্যাংকারগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান। সেমিনারে প্রায় ২০০জন অতিথি অংশগ্রহণ করেন।