সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০২০
এসএমই ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন জনাব কে এম হাবিব উল্লাহ’র ইন্তেকাল: বিভিন্ন সংগঠন এবং বিশিষ্টজনদের শোক প্রকাশ
প্রকাশন তারিখ
: 2020-06-18
এসএমই ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন জনাব কে এম হাবিব উল্লাহ’র ইন্তেকাল: বিভিন্ন সংগঠন এবং বিশিষ্টজনদের শোক প্রকাশ
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব কে এম হাবিব উল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। ১৭ জুন ২০২০, বুধবার রাত ২টা ৩০ মিনিটে ভারতের কোলকাতার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। গত ১০ মার্চ ২০২০ কিডনিজনিত বিভিন্ন জটিলতার চিকিৎসার জন্য তিনি ভারতের কোলকাতায় যান। তবে করোনা পরিস্থিতির কারণে তার চিকিৎসা প্রক্রিয়া বিলম্বিত হয়। সেখানে তিনি উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন। ১৬ জুন ২০২০, মঙ্গলবার বিকেলে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওইদিনই দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। হাসপাতালে ভর্তির পর জনাব কে এম হাবিব উল্লাহ’র শরীরে করোনা ভাইরাসের উপসর্গ লক্ষ্য করায় চিকিৎসক তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান এবং মৃত্যুর পর পাওয়া প্রতিবেদন থেকে জানা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
১৮ জুন ২০২০, বৃহস্পতিবার ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কোলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতায় বেনাপোল স্থল বন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। ১৯ জুন ২০২০ শুক্রবার, সকাল ৮টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে জানাজা শেষে পরিবারের ইচ্ছা অনুযায়ী নিজ গ্রাম গাজীপুর জেলার কাপাসিয়ার পাবুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় তিন শতাধিক গ্রামবাসী স্বাস্থ্যবিধি অনুসরণ করে অংশ্রগ্রহণ করেন।
জনাব কে এম হাবিব উল্লাহ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৭৭ ব্যাচের কর্মকর্তা ছিলেন। গত ২১ মে ২০১৪ সালে তিনি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জনাব কে এম আলী আজম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সফিকুল ইসলাম। এছাড়াও শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ কুটির ও ক্ষুদ্র শিল্প সমিতি ফেডারেশন-ফ্যাকসি, কোলকাতা বেঙ্গল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিসিক, নাসিব, বিভিন্ন নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন, এসএমই পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন চেম্বার, প্রিজম প্রকল্প, এফইএস-জার্মানিসহ দেশী বিদেশী উন্নয়ন সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক
আনোয়ার হোসেন চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক
কেন্দ্রীয় ই-সেবা
সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর