২১ জানুয়ারি ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড-১৯ পরবর্তী সময়ে ঋণের আওতা বৃদ্ধি ও দেশব্যপী সম্প্রসারণের লক্ষ্যে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধণের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভা আয়োজন
এসএমই ফাউন্ডেশন, বর্তমান কোভিড-১৯ প্রেক্ষাপটে, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে যারা বিদ্যমান ব্যবস্থায় ব্যাংক হতে ঋণ না পাওয়ায়, সরকারের প্রণোদনার সুবিধাভোগী হতে পারছেনা, তাদেরকে সহজশর্তে ঋণের আওতায় এনে প্রণোদনা প্যাকেজের আওতাভূক্ত করা এবং কোভিড পরবর্তী সময়ে ঋণের আওতা বৃদ্ধি ও দেশব্যপী সম্প্রসারণের লক্ষ্যে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধণের উদ্যোগ গ্রহণ করেছে। এলক্ষ্যে আগামী ২১ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার দুপুর ২.৩০ টায় এসএমই ফাউন্ডেশনের কনফারেন্স রুমে/ওয়েবিনারে একটি আলোচনা ও পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো: আজিজুল আলম। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান আলোচনা সভাটি সঞ্চালনা করেন।