১৮-২২ আগস্ট ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গামাটি তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য ‘রাঙ্গামাটি তাঁত শিল্প পণ্যের বহুমুখীকরণ’ প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী রাঙ্গামাটি তাঁত পণ্যের বৈচিত্রায়ন পদ্ধতি, তাঁত পণ্যে নতুন নকশা বুনন, ফ্যাশনেবল পোশাক তৈরি, পণ্যে বৈচিত্রায়নের জন্য নতুন ডিজাইন এক্সেসরিজ তৈরি, তাঁত পণ্যের সাহায্যে গৃহসজ্জ্বা তৈরি করা, ট্রেডিশনাল ক্রাফট পণ্যগুলোকে লাইফ স্টাইল পণ্যে পরিণত করার পদ্ধতি, ঐতিহ্যবাহী তাঁত পণ্যে প্রাকৃতিক রং এর বহুমাত্রিক ব্যবহার ইত্যাদি শেখানো হয়। উল্লেখ্য এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলে নৃতাত্ত্বিক গোষ্ঠী হওয়ায় প্রশিক্ষণটি নতুন মাত্রা যোগ করেছে।