২৫-২৬ এপ্রিল ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ‘Modernization of Competency Standard of SME Foundation’ কর্মশালা আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ। ফাউন্ডেশনের বিদ্যমান ২টি প্রশিক্ষণ কোর্সের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করার লক্ষ্যে গবেষক, সেক্টর বিশেষজ্ঞ, নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও বাস্তবায়নকারী কর্মকর্তার সমন্বয়ে ২টি প্যানেলে মোট ১৮জন কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান এবং মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উল্লেখ্য, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা এবং এটুআই প্রোগ্রাম ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন SME SHIFT: Skills for High Impact Frontier Technology পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে।