Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪

১২-১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে 'SMART Product Photography' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।


প্রকাশন তারিখ : 2024-02-13

অনলাইন ব্যবসায় উদ্যোক্তার পণ্য বিপণনে ছবি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। “একটি ভালো ছবি শত শব্দের চেয়েও কার্যকরী” এ স্লোগানের বাস্তবায়নে উদ্যোক্তাদের পণ্যের ফটোগ্রাফীতে প্রাথমিক ধারনা ও সহজ কৌশল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে ১২-১৩ ফেব্রুয়ারি ২০২৪ এ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ২৭ জন অংশগ্রহনকারী অংশগ্রহন করে এবং ফটোগ্রাফিতে Creative Idea, Camera Configuration, Lighting, Focus & Aperture বিষয়ে প্রাথমিক জ্ঞানার্জন করে যা উদ্যোক্তাদের পণ্য বিপণনে যথাযথ পণ্য ফটোগ্রাফিতে সাহায্য করবে।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে জনাব সালাহউদ্দিন মাহমুদ ব্যবস্থাপনা পরিচালক (অতিঃ দায়িত্ব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে আইসিটি উইংয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#smef #SME #ecommerce #photography #entrepreneur