০১ এপ্রিল ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে এসএমই বিজনেস ইনকিউবেশন সেন্টারের ইনকিউবেটিদের জন্য ‘কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে এসএমই উদ্যোক্তাদের করণীয়’ কর্মশালা আয়োজন।
ইনকিউবেটি ছাড়াও কয়েকজন সম্ভাবনাময় উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর দায়িত্ব ও কার্যাবলী সম্পর্কে উদ্যোক্তাদের ধারণা প্রদান করা হয়। কর্মশালায় সেশন পরিচালনা করেন জনাব মো. মেহেদী হাসান, উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী।