Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০২৩

১৬ জানুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নতুন নারী-উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে ‘এসো উদ্যোক্তা হই’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-01-16

১৬ জানুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নতুন নারী-উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে ‘এসো উদ্যোক্তা হই’ কর্মশালা আয়োজন।

কর্মশালায় ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী, মেন্টর, অতিথিসহ ৭৫জন অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্ব স্ব ক্ষেত্রে সফল ০৪জন নারী-উদ্যোক্তা জনাব কোহিনূর ইয়াসমিন, স্বত্ত্বাধীকারী তরঙ্গ, জনাব আছিয়া নীলা, সিইও, উইমেন ইন ডিজিটাল, জনাব ইসমাত বীণা, স্বত্ত্বাধীকারী ডট সেন্স এবং জনাব আবিদা সুলতানা স্বত্ত্বাধীকারী ব্রাইডাল ক্রিয়েশন অনুপ্রেরণামূলক তাঁদের বক্তব্যে নিজেদের ব্যবসায়িক পথ পরিক্রমার চ্যালেঞ্জ ও সাফল্যগাঁথা শোনান।
কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান এবং সভাপতিত্ব করেন ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল জনাব মো. খোরশেদ আলম ।