Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd অক্টোবর ২০২০

১৮-২২ অক্টোবর ২০২০ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় সিরাজগঞ্জে নারী-উদ্যোক্তাদের জন্য ‘নতুন ব্যবসা সৃষ্টি’ প্রশিক্ষণ আয়োজন


প্রকাশন তারিখ : 2020-10-19

১৮-২২ অক্টোবর ২০২০ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহায়তায় সিরাজগঞ্জে নারী-উদ্যোক্তাদের জন্য ‘নতুন ব্যবসা সৃষ্টি’ প্রশিক্ষণ আয়োজন । প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ হাবিবে মিল্লাত । ২২ অক্টোবর ২০২০ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিসেস সারিতা মিল্লাত। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিস নাজমা খাতুন, ব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন।