Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ফেব্রুয়ারি ২০২২

১৭ ফেব্রুয়ারী ২০২২ এসএমই ক্লাস্টারগুলোর বর্তমান অবস্থা নিরূপণ, ক্লাস্টারসমূহে ভবিষ্যত করণীয় এবং ২০২২-২৩ অর্থবছরে ফাউন্ডেশনের ক্লাস্টার ডেভেলপমেন্ট উইং কর্তৃক গৃহীত কর্মসূচির বিস্তারিত পর্যালোচনার ও মতামতের লক্ষ্যে ক্লাস্টার উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-02-17

১৭ ফেব্রুয়ারী ২০২২ এসএমই ক্লাস্টারগুলোর বর্তমান অবস্থা নিরূপণ, ক্লাস্টারসমূহে ভবিষ্যত করণীয় এবং ২০২২-২৩ অর্থবছরে ফাউন্ডেশনের ক্লাস্টার ডেভেলপমেন্ট উইং কর্তৃক গৃহীত কর্মসূচির বিস্তারিত পর্যালোচনার ও মতামতের লক্ষ্যে ক্লাস্টার উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।

বিদ্যমান করোনা পরিস্থিতির বিবেচনায় মতবিনিময় সভাটি অনলাইনে জুম অ্যাঁপের মাধ্যমে আয়োজন করা হয়। ভার্চুয়ালি আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাস্টারের নেতৃস্থানীয় উদ্যোক্তা, এসএমই ফাউন্ডেশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খানসহ ফাউন্ডেশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় ক্লাস্টার বিষয়ক নানাবিধ কর্মসূচির পাশাপাশি এসএমই উদ্যোক্তা ই-ডেটাবেজ তালিকাভুক্তিকরণ বিষয়েও আলোচনা করা হয়।