Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২৩

৩০-৩১ জানুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহযোগিতায় কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি), ঢাকায় ‘Additive Manufacturing: Application in SMEs’ ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-02-02

৩০-৩১ জানুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহযোগিতায় কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি), ঢাকায় ‘Additive Manufacturing: Application in SMEs’ ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস), বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ)-এর উদ্যোক্তা ও প্রতিনিধি, সেক্টর বিশেষজ্ঞ ও অন্যান্য অংশীজনসহ ৪১জন কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় জাতীয় পর্যায়ে ৪র্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট কার্যক্রম ও সমন্বয়, ৪র্থ শিল্প বিপ্লব ও উদীয়মান প্রযুক্তি, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বাস্তবায়নে অংশীজনের ভূমিকা ও প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এটুআই প্রোগ্রামের পক্ষ থেকে উপস্থাপনা প্রদান করা হয়। এছাড়া অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ও এর প্রকারভেদ, সংশ্লিষ্ট মেশিনারি, সরঞ্জাম ও উপকরণ, ডিজাইন ও স্লাইসিং সফটওয়্যার এবং দেশীয় সফল উদ্যোগ সম্পর্কে Idea3D Solutions ব্যবহারিক ডেমনস্ট্রেশন প্রদান ও স্যাম্পল পার্ট প্রিন্ট করা হয়।