Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২২

২২ জুন ২০২২ বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয়ে নারী-উদ্যোক্তাদের জন্য ঋণ নীতিমালা সহজীকরণ বিষয়ে মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-06-22
২২ জুন ২০২২ বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয়ে নারী-উদ্যোক্তাদের জন্য ঋণ নীতিমালা সহজীকরণ বিষয়ে মতবিনিময় সভা আয়োজন।
 
দেশের এসএমই খাতের সুষম উন্নয়নের লক্ষ্যে প্রণীত ‘এসএমই নীতিমালা ২০১৯’ এর কৌশলগত লক্ষ্য ৮-এ নারী-উদ্যোক্তা উন্নয়নভিত্তিক কর্মসূচির প্রসার ও বিশেষায়িত সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত নারী-উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ বৃদ্ধি এবং বিশেষায়িত ঋণের ব্যবস্থা গ্রহণকে অন্যতম হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ লক্ষ্যে নারী-উদ্যোক্তাদের জন্য প্রচলিত ঋণ নীতিমালা সহজতর করা এবং সহজ শর্তে জামানতবিহীন ঋণ প্রদানের পরিমাণ ও পরিধি সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নের জন্য এসএমই নীতিমালায় বাংলাদেশ ব্যাংককে প্রধান বাস্তবায়নকারী সংস্থা এবং এসএমই ফাউন্ডেশনকে সহযোগী বাস্তবায়নকারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২২ জুন ২০২২, বুধবার এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। সভায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক জনাব মোঃ জাকের হোসেন।
সভায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সম্মানিত সদস্য জনাব মানতাশা আহমেদ, ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ এবং ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স ও দি সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান এর সঞ্চালনা এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব রোজিনা আক্তার মুস্তাফী। সভায় বাংলাদেশ উইমেন চেম্বার, পটুয়াখালী উইমেন চেম্বার, দিনাজপুর উইমেন চেম্বার, উইমেন এন্টারপ্রেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, উইমেন এন্টারপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ইন ডেভেলপমেন্ট, বাংলাদেশ ফেডারেশন অফ উইমেন এন্টারপ্রেনিয়ার্স, বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, নাটোর উইমেন অ্যাসোসিয়েশন, উইমেন ইন ই-কমার্স ট্রাস্ট, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি, হার ই-ট্রেড এর সভাপতি/প্রতিনিধি এবং নারী-উদ্যোক্তাগণ মতামত প্রদান করেন।
সভায় প্রাপ্ত সুপারিশসমূহের বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান ঋণ নীতিমালা আরো নারী-উদ্যোক্তাবান্ধব হবে বলে আমন্ত্রিত অতিথিগণ আশাবাদ ব্যক্ত করেন।