Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০২৪

১৭ সেপ্টেম্বর-০৬ অক্টোবর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ’Fashion Technology & Design’ প্রশিক্ষণ আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-10-07

১৭ সেপ্টেম্বর-০৬ অক্টোবর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ’Fashion Technology & Design’ প্রশিক্ষণ আয়োজন।


ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত ‘একাডেমি অব এলেন’-এ উক্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণে ফ্যাশন, ডিজাইন ও পোশাক খাতের সাথে সম্পৃক্ত উদ্যোক্তাদের ফ্যাশন এর কনসেপ্ট, হাল ফ্যাশন ট্রেন্ড, কালার কম্বিনেশন, সারফেস অর্নামেন্টেশন, ক্লথ কনস্ট্রাকশন, রিসাইকেল পণ্যের ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং ও বাজারজাতকরণ প্রভৃতি বিষয়ে সার্বিক ধারণা প্রদান করা হয়। এছাড়াও উদ্যোক্তারা ফেব্রিক নির্বাচন, সোর্সিং, প্রি-ট্রিটমেন্ট, ফেব্রিক ডাইং, ফেব্রিক প্রিন্টিং, প্যাটার্ন কাটিং ও ড্রেস মেকিং, এক্সপোর্ট কোয়ালিটি নিয়ন্ত্রণ, প্যাকেজিং প্রভৃতি স্কিলস্ বিষয়ে ব্যবহারিক জ্ঞান লাভ করেন। ঢাকা, ঠাকুরগাঁও, দিনাজপুর, বরিশাল, রাজবাড়ি, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, কুমিল্লা প্রভৃতি জেলার ২৮ জন সম্ভাবনাময় উদ্যোক্তা "ফ্যাশন টেকনোলজি এন্ড ডিজাইন" প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মো. আব্দুস সালাস সরদার এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী। সমাপনী অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মহোদয় উদ্যোক্তাদের সাথে কথা বলেন, তাঁদের কাজের প্রদর্শনী দেখেন এবং সকলের মধ্যে সনদ বিতরণ করেন।