০৪-১৩ ফেব্রুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মণিপুরী তাঁত পণ্যের ডিজাইন ও মানোন্নয়ন’ প্রশিক্ষণ আয়োজন।
মনিপুরী তাঁত শিল্পের ইতিহাস অতি প্রাচীন। এই শিল্পের সাথে জড়িত আছে এদেশের সংস্কৃতি। সিলেটের মনিপুরী তাঁত শিল্প এই শিল্পের অন্যতম অংশীদার। বর্তমানে মনিপুরী তাঁতের শাড়ির জন্যই মনিপুরীদের সুনাম বা পরিচিতি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী। মনিপুরীরা বুননশিল্পে খুব দক্ষ। নিজেদের কাপড় তারা নিজেরাই বুনে। মনিপুরীদের উৎপাদিত তাঁতপণ্যের মধ্যে রয়েছে- শাড়ি, শাল, ওড়না, থ্রি-পিস, গামছা, ফতুয়া, পাঞ্জাবি, বিছানার চাদর। মনিপুরী তাঁতশিল্প পুরোটাই চলছে মনিপুরীদের লোকজ্ঞানে। এই শিল্পের আরো উন্নয়নের জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি সহযোগিতা, প্রয়োজনীয় দিক নির্দেশনা ও প্রশিক্ষণ। ইতোমধ্যে এই ক্লাস্টারে উৎপাদিত পণ্যের মানোন্নয়নের জন্য এসএমই ফাউন্ডেশন কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মো. ইসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল। বিশেষ অতিথি ছিলেন জনাব মো. মনজুরুল হক, ব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন; জনাব শফি চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক, শ্রীমঙ্গল শাখা; জনাব অসীম কুমার কর, উপজেলা যুব উন্নয়ন অফিসার, শ্রীমঙ্গল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. রবিউল ইসলাম রাসেল, কো-অর্ডিনেটর, শ্রীমঙ্গল তাঁত শিল্প ক্লাস্টার। প্রশিক্ষণে ৩০জন অংশগ্রহণ করেন।