২৬-২৮ আগস্ট ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং যশোর নকশিকাঁথা ক্লাস্টারের সহযোগিতায় ‘Product Visual Marketing’ প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মার্কেটিং করার জন্য ভিজ্যুয়াল প্রযুক্তির ব্যবহার যেমন-ফটোগ্রাফি, ফ্রেম পরিচিতি, কম্পোজিশন, ভিডিওগ্রাফি, কালার-লাইটিং, টেকনিক্যাল আসপেক্টস, সেটিংস, প্রভৃতি বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। যশোর নকশিকাঁথা ক্লাস্টার এর ৪৫জন নারী-উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকলের মধ্যে সনদ বিতরণ করা হয়।