২৮ সেপ্টেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে প্রণোদনা প্যাকেজের আওতায় ক্রেডিট হোলসেলিং কর্মসূচির মাধ্যমে ‘রিভলভিং তহবিল’ থেকে কিশোরগঞ্জের ভৈরব পাদুকা ক্লাস্টারের উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ও মতবিনিময় আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার। সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা চেম্বারের প্রতিনিধি, কিশোরগঞ্জ উইমেন চেম্বারের প্রেসিডেন্ট জনাব ফাতেমা জোহরা আকতার, ভৈরব চেম্বারের প্রতিনিধি, নাসিব-কিশোরগঞ্জের প্রেসিডেন্ট জনাব শেখ ফরিদ আহমেদ, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, ক্লাস্টারের নেতৃবৃন্দসহ উদ্যোক্তাবৃন্দ এবং অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৩জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।