Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২৩

৩০ আগস্ট ২০২৩ এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় রিভলভিং তহবিল থেকে ঋণ বিতরণ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানগণের সাথে মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-08-30

৩০ আগস্ট ২০২৩ এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় রিভলভিং তহবিল থেকে ঋণ বিতরণ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানগণের সাথে মতবিনিময় সভা আয়োজন।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রায় ৩২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের ফাইন্যান্স অ্যান্ড ক্রেডিট সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় জানান, কোভিড-১৯ এর প্রভাব কাটিয়ে উঠার লক্ষ্যে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনকূলে বরাদ্দকৃত ৩০০ কোটি টাকা ক্রেডিট হোলসেলিং মডেল-এ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। কোভিড পরবর্তী সময়েও দেশের এসএমই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণে ফাউন্ডেশনে একটি রিভলভিং ফান্ড গঠন করা হয়, যা ৩০ জুন-২০২৩ পর্যন্ত ২৯৪ কোটি টাকা প্রায় ৩,০০০ জন উদ্যোক্তার মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে, যার মধ্যে নারী-উদ্যোক্তাদের হার প্রায় ২৫% এবং উৎপাদন ও সেবা খাতে ঋণ বিতরণ প্রায় ৭৬%। উপস্থাপনায় আরো জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত SMART সুদ হারের সাথে সঙ্গতি রেখে ফাউন্ডেশন ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় রিভলভিং তহবিল হতে ঋণ বিতরণ আরো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ফাউন্ডেশন আরো অধিক সংখ্যক প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের, বিশেষতঃ সেক্টর ও ক্লাস্টারভিত্তিক উদ্যোক্তা, আমদানি-বিকল্প পণ্য তৈরিতে নিয়োজিত উদ্যোক্তা, আইসিটি ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল ব্যবসার সাথে যুক্ত তরুণ উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণে অধিক প্রাধান্য দিবে।