২৯ অক্টোবর-০৩ নভেম্বর ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় 'ওয়ার্কিং উইথ ফ্যাশন ডিজাইন' প্রশিক্ষণ আয়োজন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক উদ্যোক্তা তৈরি করবেন একটি পোর্টফোলিও। আশা করা হচ্ছে, পোশাকের কালার, ইলাস্ট্রেশন, সারফেস অর্নামেন্টেশন, মার্কেট স্টাডি বিভিন্ন বিষয়ে দক্ষ ও সক্ষম হয়ে উদ্যোক্তাগণ সফলভাবে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে এই প্রশিক্ষণ।
উল্লেখ্য, ফ্যাশন ডিজাইন একটি সৃজনশীল পেশা। ফ্যাশন, প্রাকৃতিক সৌন্দর্য আর কল্পনাকে পোশাক ও জীবনধারার আনুষঙ্গিকতার সঙ্গে প্রয়োগ করার একটা শিল্প। নানান সামাজিক ও সাংস্কৃতিক মনোভাবের বৈচিত্র্যের সাথে ফ্যাশন ডিজাইন সময় ও জায়গা অনুসারে এগিয়ে চলে।
বর্তমান সময়ে আর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান পোশাক শিল্পের। এই খাতে জড়িত বাংলাদেশের এসএমই উদ্যোক্তাগণের পোশাকে নান্দনিকতা ও শৈল্পিকতা তুলে ধরার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনের এই উদ্যোগ।