Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৫

৩০ এপ্রিল ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চামড়াজাত পণ্য উৎপাদনকারী ক্লাস্টারের উদ্যোক্তাদের নিয়ে BATA Shoe Company (Bangladesh) Limited-এর টঙ্গী ফ্যাক্টরি পরিদর্শন এবং ম্যাচমেকিং কর্মসূচী আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-05-03

৩০ এপ্রিল ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চামড়াজাত পণ্য উৎপাদনকারী ক্লাস্টারের উদ্যোক্তাদের নিয়ে BATA Shoe Company (Bangladesh) Limited-এর টঙ্গী ফ্যাক্টরি পরিদর্শন এবং ম্যাচমেকিং কর্মসূচী আয়োজন।

কর্মসূচীতে পূর্ব মাদারবাড়ী লেদার ক্লাস্টার এবং হাজারীবাগ লেদার ক্লাস্টারের ১২জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা BATA Shoe Company (Bangladesh) Limited এর পণ্য, উৎপাদন পদ্ধতি, টেকনোলজি, ইনভেন্টরি, কোয়ালিটি কন্ট্রোল, কাঁচামাল, পণ্য ও কাঁচামালের বাজার, উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। উদ্যোক্তা-ইন্ডাস্ট্রি ম্যাচমেকিং ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন BATA Shoe Company (Bangladesh) Limited এর সিনিয়র ম্যানেজার মো: মিজানুর রহমার, সিনিয়র ম্যানেজার মো: ফেরদৌস মাহমুদ, ম্যানেজার রাজিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাঈফ, উপব্যবস্থাপক মেহেদী হাসান এবং ক্লাস্টারের উদ্যোক্তাগন। মতবিনময় সভায় BATA Shoe Company (Bangladesh) Limited এর ইতিহাস, উৎপাদন পদ্ধতি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টেকনোলজি, সাব-কন্ট্রাক্ট, বিপনন পদ্ধতিসহ বিবিধ বিষয়ে আলোকপাত করা হয়। কর্মসূচীটি BATA Shoe Company (Bangladesh) Limited এবং চামড়াজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায় যেখানে উদ্যক্তারা চাহিদা ভিত্তিতে তাদের পণ্য BATA Shoe Company (Bangladesh) Limited এ সাপ্লাই দিতে সক্ষম হবেন।