Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০২৩

৪ জুন ২০২৩ এসএমই ফাউন্ডেশন ও চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2023-06-04
৪ জুন ২০২৩ এসএমই ফাউন্ডেশন ও চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট (ইন-চার্জ) মিসেস আবিদা মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (ইউএসটিসি) এর উপ-উপাচার্য অধ্যাপক ড. নওশাদ আমিন; শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জনাব মোহাং নুরুল আলম।
কর্মসূচিতে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (ইউএসটিসি), সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগং, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজিসহ মোট ১১টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/অনুষদের প্রায় দুইশতাধিক শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ, সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে সেশন অনুষ্ঠিত হয়। সেশনে আলোচক ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এসএমই বিভাগের প্রধান মো. মোহসিনুর রহমান; স্টার্টআপ চট্টগ্রাম এর প্রধান নির্বাহী আরফাতুল ইসলাম আকিব এবং তরুণ নারী উদ্যোক্তা কৃষ্টি বুটিকের সত্ত্বাধিকারী নুজহাত নুয়েরি কৃষ্টি। এ সেশনে শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে আগ্রহী করা, উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় তথ্য প্রদান, উদ্যোক্তা হতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় আলোচকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদান করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।