২৭ জুন ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন। ২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য ‘Leveraging the Power and Resilience of Micro-, Small and Medium-sized Enterprises (MSMEs) to Accelerate Sustainable Development and Eradicate Poverty in Times of Multiple Crise ‘।
প্রকাশন তারিখ
: 2024-06-27
২৭ জুন ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন। ২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য ‘Leveraging the Power and Resilience of Micro-, Small and Medium-sized Enterprises (MSMEs) to Accelerate Sustainable Development and Eradicate Poverty in Times of Multiple Crise ‘।
২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় আগারগাঁও পর্যটন ভবনের সামনে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন উপলক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। পরে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সালাহউদ্দিন মাহমুদসহ ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন তিনি। এছাড়া এসএমই ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক শ্র্রম সংস্থা (আইএলও)-এর উদ্যোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান এবং এসএমই উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে প্রশিক্ষণ নির্দেশিকা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।