অনলাইন ব্যবসায়ে নিয়োজিত নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় ঋণ প্রাপ্তির পথ সুগম করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উন্নয়ন উইং এর তত্ত্বাবধানে যৌথভাবে কাজ করছে এসএমই ফাউন্ডেশন ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
এরই ধারাবাহিকতায় রংপুরের নারী উদ্যোক্তাদের জন্য ১২-১৪ জুন ২০২৩ Online Business Operation and Financial Literary বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশন ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত প্রশিক্ষণে ৩৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
১৪ জুন ২০২৩, বুধবার, প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মাদ মাসুদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক জনাব কাওসার পারভীন, আইডিএলসি রংপুর ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো. মিজানুর রহমান এবং নারী উদ্যোক্তা সংগঠক জনাব নাফিসা সুলতানা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রে বিতরণ করেন।