Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ এপ্রিল ২০২৪

২৯ এপ্রিল ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়া হ্যান্ডলুম ক্লাস্টারের উদ্যোক্তাদের নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর হ্যান্ডলুম ক্লাস্টারে এক্সপোজার ভিজিট ও মতবিনিময় কর্মসূচি আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-04-30

২৯ এপ্রিল ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়া হ্যান্ডলুম ক্লাস্টারের উদ্যোক্তাদের নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর হ্যান্ডলুম ক্লাস্টারে এক্সপোজার ভিজিট ও মতবিনিময় কর্মসূচি আয়োজন।

কর্মসূচিতে সাটুরিয়া হ্যান্ডলুম ক্লাস্টারের উদ্যোক্তারা শাহজাদপুর হ্যান্ডলুম ক্লাস্টারের কারখানা ও শোরুম পরিদর্শন করেন এবং পণ্য, কাঁচামাল, টেকনোলোজি, পণ্য ও কাঁচামালের বাজার, উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। পরিদর্শনের পাশাপাশি উভয় ক্লাস্টারের উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা তাঁত মালিক ও সহায়কশক্তি বহুমুখী ক্লাস্টার সমবায় সমিতির সেক্রেটারি জনাব আবু হাসান খান মনি, সাটুরিয়া ডিজিটাল তাঁত পল্লীর প্রতিনিধি জনাব অরুন রায়, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব আবু মঞ্জুর সাঈফ, সহকারী ব্যবস্থাপক জনাব মেহেদী হাসানসহ প্রায় ৩০জন। আলোচ্য এক্সপোজার ভিজিট কর্মসূচিটি ক্লাস্টারসমূহের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টির পাশাপাশি পণ্য, কাঁচামাল, টেকনোলোজি হস্তান্তরে বিশেষ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়।