Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০২১

২৪-২৬ আগস্ট ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোর নকশীকাঁথা শিল্প ক্লাস্টার পরিদর্শন এবং যশোর নকশীকাঁথা শিল্প ক্লাস্টার অ্যাসোসিয়েশন গঠন।


প্রকাশন তারিখ : 2021-08-31

২৪-২৬ আগস্ট ২০২১ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোর নকশীকাঁথা শিল্প ক্লাস্টার পরিদর্শন এবং যশোর নকশীকাঁথা শিল্প ক্লাস্টার অ্যাসোসিয়েশন গঠন।

এসএমই ফাউন্ডেশনের ২০২১-২২ সালের কর্মপরিকল্পনার অংশ হিসেবে শিল্প ক্লাস্টার উন্নয়নকে গুরুত্ব দেয়া হচ্ছে। ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ডঃ মাসুদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী ক্লাস্টারের উদ্যোক্তা ও ট্রেডবডি এর সক্ষমতা তৈরি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ফাউন্ডেশন হতে যশোর নকশীকাঁথা ক্লাস্টারে অ্যাসোসিয়েশন গঠনে উৎসাহ ও অ্যাসোসিয়েশন এর সুফল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। পরবর্তীতে "যশোর নকশিকাঁথা অ্যাসোসিয়েশন গঠন করা হয়।

এ লক্ষ্যে ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মিজ ফারজানা খান ও উপ মহাব্যবস্থাপক জনাব আব্দুস সালাম সরদার এর নির্দেশনাক্রমে ২৪-২৬ আগস্ট ২০২১ ফাউন্ডেশনের ক্লাস্টার ডেভেলপমেন্ট উইং এর সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়ার নেতৃত্বে উপব্যবস্থাপক অসীম কুমার হালদার ও সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসানসহ ৩ সদস্যের একটি টিম যশোরের ৪টি শিল্প ক্লাস্টার পরিদর্শন ও উদ্যোক্তাাদের সাথে মতবিনিময় করে। এর মধ্যে যশোর নকশি কাঁথা ও হস্তশিল্প ক্লাস্টারটি অন্যতম।

বিশিষ্ট নারী-উদ্যোক্তা মরিয়ম নার্গিসকে সভাপতি ও আহাদু জোহাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রাপ্ত যশোরের শ্রেষ্ঠ নারী-উদ্যোক্তা তনুজা রহমান মায়া।