Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২৩

০৩ মে ২০২৩ এসএমই খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার H.E. MS. Haznah Md Hashim-এর মতবিনিময় ।


প্রকাশন তারিখ : 2023-05-03

০৩ মে ২০২৩ এসএমই খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার H.E. MS. Haznah Md Hashim-এর মতবিনিময় ।

ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের এসএমই খাত উন্নয়নে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মালয়েশিয়ায় এসএমই খাত উন্নয়নে সরকারের প্রধান প্রতিষ্ঠান SME Corporation Malaysia (SME Corp. Malaysia)-এর সাথে বাংলাদেশের এসএমই খাত উন্নয়নে সরকারের শীর্ষ প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ এবং মহাব্যবস্থাপক ফারজানা খান।