২১ মে ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'SMEs and Competition Law in Bangladesh: Issues related to Protection, Compliance, and Legal Aid' সেমিনার আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-05-21
২১ মে ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'SMEs and Competition Law in Bangladesh: Issues related to Protection, Compliance, and Legal Aid' সেমিনার আয়োজন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন এফবিসিবআই-এর সিনিয়র সহসভাপতি জনাব আমিন হেলালী। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক জনাব মো. আজহার উদ্দীন ভুঁইয়া। প্যানেল আলোচক ছিলেন জনাব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সচিব, শিল্প মন্ত্রণালয় এবং জনাব ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, স্বত্বাধিকারী, হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বর্তমান দেশের বাজার ব্যবস্থায় প্রতিযোগিতা আইনের গুরুত্ব ও প্রয়োগ; প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এসএমই খাতের প্রবৃদ্ধি; এবং উদ্যোক্তাদের মধ্যে বিদ্যমান অসম প্রতিযোগিতা এবং তা থেকে উত্তরণ বিষয়ে সেমিনারে আলোচনা হয়।