Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০২২

১০ আগস্ট ২০২২ এসএমই ফাউন্ডেশনের ‍উদ্যোগে ‘রিভলভিং ফান্ড’ থেকে ৪০০ কোটি টাকার ঋণ বিতরণ ত্বরান্বিত করতে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-08-10

১০ আগস্ট ২০২২ এসএমই ফাউন্ডেশনের ‍উদ্যোগে ‘রিভলভিং ফান্ড’ থেকে ৪০০ কোটি টাকার ঋণ বিতরণ ত্বরান্বিত করতে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য কর্মশালা আয়োজন।

১০ আগস্ট ২০২২ ‘রিভলভিং ফান্ড’ থেকে ৪০০ কোটি টাকার ঋণ বিতরণ ত্বরান্বিত করতে এসএমই ফাউন্ডেশনের ‍উদ্যোগে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য কর্মশালা আয়োজন করা হয়। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় অর্থ বিভাগের পরামর্শ মোতাবেক গঠিত ‘রিভলভিং ফান্ড’ থেকে সম্ভাবনাময় সেক্টর, সাব-সেক্টর ও ক্লাস্টারের উদ্যোক্তা, ক্লায়েন্টেল গ্রুপ, অ্যাসোসিয়েশন ও চেম্বারের সদস্য ও নারী-উদ্যোক্তাদের মধ্যে এই ঋণ বিতরণ করা হবে। এ লক্ষ্যে ২৭ জুলাই ২০২২ অংশীদার ১৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এসএমই ফাউন্ডেশন। ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ বিতরণের লক্ষ্যে প্রণীত নীতিমালার বিষয়ে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা প্রদান এবং ইতোমধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী স্পষ্টীকরণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে ফাউন্ডেশনের এই সংক্রান্ত নীতিমালা ও চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা। ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ, উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ শামসুর রহমান এফসিএমএ কর্মশালায় উপস্থিত ছিলেন।