২১ ডিসেম্বর ২০২২ ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার (এসএমই) বাণিজ্য প্রসার ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে অর্থায়নের বিকল্প মাধ্যম হিসেবে ফ্যাক্টরিং ফাইন্যান্স কার্যক্রমের প্রচার ও প্রসারে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সাথে ThinkBig Solutions Ltd. (TREDX) এর সমঝোতা স্মারক স্বাক্ষর।
প্রকাশন তারিখ
: 2022-12-21
২১ ডিসেম্বর ২০২২ ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার (এসএমই) বাণিজ্য প্রসার ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে অর্থায়নের বিকল্প মাধ্যম হিসেবে ফ্যাক্টরিং ফাইন্যান্স কার্যক্রমের প্রচার ও প্রসারে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সাথে ThinkBig Solutions Ltd. (TREDX) এর সমঝোতা স্মারক স্বাক্ষর।
ফাউন্ডেশনের সভাকক্ষে এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ThinkBig Solutions Ltd.-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. এম মাসরুর রিয়াজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মো. জাকের হোসেন, পরিচালক, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক; ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন; উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা এবং ফাহিম বিন আসমাতসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা কার্যক্রমের পাশাপাশি বিকল্প অর্থায়ন মাধ্যমে হিসেবে ফ্যাক্টরিং ফাইন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে পাইলট আকারে ThinkBig Solutions Ltd.(TREDX)-কে ১৮ জানুয়ারি ২০২২ লোকাল ফ্যাক্টরিং প্ল্যাটফর্ম পরিচালনা করার অনুমোদন প্রদান করা হয়েছে।