০৬ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার শ্যামপুর-কদমতলী ইলেকট্রিক্যাল পণ্য ক্লাস্টারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কোন্নয়ন এবং ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বেমা)-এর সভাকক্ষে মতবিনিময় সভা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-02-07
০৬ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার শ্যামপুর-কদমতলী ইলেকট্রিক্যাল পণ্য ক্লাস্টারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কোন্নয়ন এবং ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বেমা)-এর সভাকক্ষে মতবিনিময় সভা আয়োজন।
সভায় এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাঈফ ও সুমন চন্দ্র সাহা এবং সহকারী ব্যবস্থাপক আবু সালেহ মো. এমদাদুল্লাহ উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়ার সিএমএসএমই বিভাগের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বিশ্বজিৎ শূর এবং রিলেশনশিপ ম্যানেজার মো. জালাল আহমেদ সভায় উদ্যোক্তাদের এসএমই ঋণ এবং ঋণ প্রাপ্তিতে প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। এসময় বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমা)-এর সভাপতি কামাল আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। উদ্যোক্তাগণ শ্যামপুর-কদমতলী ইলেকট্রিক্যাল পণ্য ক্লাস্টারে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতার কথা উল্লেখ করে বর্তমান প্রতিবন্ধকতা দূরীকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতির আবশ্যকতার বিষয়টি ব্যাখ্যা করে ফাউন্ডেশন এবং আর্থিক প্রতিষ্ঠানকে অধিকতর সহযোগিতার লক্ষ্যে এগিয়ে আসার আহ্ববান করেন।