অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মুহাম্মদ মেসবাহুল আলম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। সভাপতিত্ব করেন ড. মোঃ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মুহাম্মদ আরিফুজ্জামান, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম মাসুদ, বিভাগীয় প্রধান, আইপিই বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জনাব মোহাম্মদ আবুল বাশার, সিনিয়র টেকনিক্যাল ডেমনস্ট্রেটর, আইএলইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, তৈরি পোশাক ও হস্তশিল্প, পাট ও পাটজাতসহ প্রভৃতি শিল্পের উদ্যোক্তা, প্রতিনিধি ও অন্যান্য অংশীজনসহ ৮৬জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।