Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০২৩

২৩-২৭ জুলাই ২০২৩ How to become a Freelancer বিষয়ক প্রশিক্ষণ এসএমই ফাউন্ডেশন এবং SOS Children’s Village Bangladesh এর যৌথ উদ্যোগে ঢাকায় SOS Children’s Village Bangladesh এর কম্পিউটার ল্যাবে আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-07-27

এসএমই ফাউন্ডেশন এবং SOS Children’s Village Bangladesh এর যৌথ উদ্যোগে ২৩-২৭ জুলাই ২০২৩ তারিখ How to become a freelancer বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ঢাকায় SOS Children’s Village Bangladesh এর কম্পিউটার ল্যাবে আয়োজন। প্রশিক্ষণে অংশগ্রহনকারীগন হাতে-কলমে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে। প্রশিক্ষণে SOS Children’s Village Bangladesh হতে ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহী প্রশিক্ষণার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, SOS Children’s Village Bangladesh এর ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক, ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এছাড়াও এসএমই ফাউন্ডেশন ও SOS Children’s Village Bangladesh এর অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।