Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০২৫

২৬ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানিতে এসএমই বান্ধব নীতি-কৌশল পর্যালোচনা’ পরামর্শ সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-01-27
২৬ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানিতে এসএমই বান্ধব নীতি-কৌশল পর্যালোচনা’ পরামর্শ সভা আয়োজন।
 
এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সন জনাব মো. মুশফিকুর রহমান। পরামর্শ সভায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানি খাতের ৩৫জন এসএমই উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট খাতের রপ্তানি সম্পর্কিত বিদ্যমান বিভিন্ন নীতি পর্যালোচনার পাশাপাশি রপ্তানিতে এ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করেন সফল উদ্যোক্তা জনাব মো. ইকতাদুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন (বাপা)। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-এর গবেষণা ব্যবস্থাপক জনাব হারুনুর রশিদ, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র পরিচালক জনাব মো. শাহজালাল এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (Foreign Exchange Policy Department) জনাব সাগুফ্তা ইকবাল সম্ভাব্য নীতি সহায়তা’র বিষয়ে উদ্যোক্তাদের অবহিত করেন। সার্বিকভাবে সভায় কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্য খাতের এসএমই উদ্যোক্তাদের রপ্তানিতে নীতি-কৌশলগত বাঁধা/প্রতিকূলতা চিহ্নিত করা এবং চিহ্নিত বাধা/প্রতিকূলতা দূর করার লক্ষ্যে বিদ্যমান নীতি-কৌশল পর্যালোচনা করা। এছাড়া রপ্তানি সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক এর বিভিন্ন বিধি-বিধান, কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২২ এবং রপ্তানি নীতি (২০২৪-২৭) পর্যালোচনাপূর্বক এই খাতের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য নীতি-কৌশল, এনবিআর এর ট্যাক্স, ভ্যাট এবং ট্যারিফ সংক্রান্ত এসআরও, এইচ. এস. কোড ও Tariff & Non-tariff barriers (Technical Barriers (TBT) Agreement, Sanitary & Phyto-sanitary (SPS) Agreement) ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া পলিসি অ্যাডভোকেসি উইং-এর উপমহাব্যবস্থাপক জনাব মৌসুমী রায়, উপব্যবস্থাপক জনাব মঈনুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক জনাব মো. আলমগীর হোসাইন সভায় উপস্থিত ছিলেন।