Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৫

০৩ ফেব্রুয়ারি ২০২৫ SMEF Suppliers Platform for Women Entrepreneurs বিষয়ে বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধারণা প্রদানের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘Leaders Meet & Greet Luncheon’ গোলটেবিল সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-02-05
০৩ ফেব্রুয়ারি ২০২৫ SMEF Suppliers Platform for Women Entrepreneurs বিষয়ে বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধারণা প্রদানের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘Leaders Meet & Greet Luncheon’ গোলটেবিল সভা আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক জনাব ফারজানা খান, উপমহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, বিশ্ব ব্যাংক বাংলাদেশের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, ইনোভিশন কন্সালটিং-এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারোয়ার এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী-উদ্যোক্তাগণ।
‘এসএমইএফ সাপ্লাইয়ারস প্লাটফর্ম’-এ নারী-উদ্যোক্তাদের পাশাপাশি কর্পোরেট হাউজগুলোও তাঁদের প্রয়োজন মেটাতে পণ্য সংগ্রহের ক্ষেত্রে নারী-উদ্যোক্তাদের খুঁজে পেতে সহায়তা করবে এবং ব্যাংকগুলো নারী-উদ্যোক্তাদের জন্য তাদের ঋণ বিষয়ক তথ্য এই প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারবে ও প্লাটফর্মে সংযুক্ত নারী-উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রোফাইলের অবস্থা মূল্যায়ন করে অর্থায়নের ব্যবস্থা গ্রহণ করতে পারবে এই বিষয়গুলো তুলে ধরাই মূলতঃ এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
SMEF Suppliers Platform for Women Entrepreneurs- এ যুক্ত হতে ক্লিক করুন http://wsmesuppliersplatform.smef.gov.bd/