Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ নভেম্বর ২০২৩

১০-১২ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ভৈরব পাদুকা শিল্প ক্লাস্টারে ‘বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বহুমুখী পণ্য উৎপাদন’ কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2023-11-13

১০-১২ নভেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ভৈরব পাদুকা শিল্প ক্লাস্টারে ‘বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বহুমুখী পণ্য উৎপাদন’ কর্মশালা আয়োজন।

 

কর্মশালায় ক্লাস্টারের ৩০জন কর্মী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন জনাব তাসনিম আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব আবু মঞ্জুর সাঈফ এবং ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির সভাপতি জনাব মো. আল-আমিন। কর্মশালায় চামড়া শিল্পে উৎপন্ন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের ধারণা প্রদান ও এর গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বহুমুখী পণ্য উৎপাদন কৌশলের ব্যবহারিক প্রদর্শন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ভৈরব পাদুকা শিল্প ক্লাস্টারের কর্মী এবং উদ্যোক্তাগণ জুতা, স্যান্ডেলের পাশাপাশি বেল্ট, মানিব্যাগ, চাবির রিং, পার্স ইত্যাদি উৎপাদনে সক্ষমতা অর্জন করবেন। এছাড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী ও উদ্যোক্তারা বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের মাধ্যমে পণ্য বহুমুখীকরণ ও উৎপাদন খরচ হ্রাস করতেও সক্ষম হবেন বলে আশা করা যায়।