১৯ আগস্ট ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় ‘Industrial Automation & IOT: Application in SMEs’ ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর পাইলট প্ল্যান্ট এন্ড প্রসেস ডেভেলপমেন্ট সেন্টার (পিপি এন্ড পিডিসি) এর কারিগরি সহযোগিতায় ১৯ আগস্ট ২০২৪ বিসিএসআইআর, ঢাকায় ‘Industrial Automation & IOT: Application in SMEs’ ডেমনস্ট্রেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ডেমনস্ট্রেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইলট প্ল্যান্ট অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট সেন্টার (পিপি অ্যান্ড পিডিসি), বিসিএসআইআর-এর পরিচালক ড. মোসা. হোসনে আরা বেগম। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস), গাজীপুর জেলা শাখার উদ্যোক্তা ও প্রতিনিধিসহ কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, চামড়াজাত ও ফুটওয়্যার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, আইটি ও আইটিইএস, প্রভৃতি শিল্প খাতের উদ্যোক্তা ও প্রতিনিধি, সেক্টর বিশেষজ্ঞ, গবেষক, ও অন্যান্য অংশীজনসহ ৩০জন অংশগ্রহণ করেন। কর্মশালায় জাতীয় পর্যায়ে ৪র্থ শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়ার অটোমেশন ও আইওটি সংশ্লিষ্ট কার্যক্রম ও সমন্বয়, বাস্তবায়নে অংশীজনের ভূমিকা ও প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিসিএসআইয়ের পক্ষ হতে উপস্থাপনা করা হয়। এছাড়া লেদ মেশিন আটোমেশনসহ বিভিন্ন মেশিনে আইওটি ডিভাইস সেটআপ ব্যবহারিক ডেমনস্ট্রেশন প্রদান করা হয়। ডেমনস্ট্রেশন কর্মশালা পরিচালনা করেন সিনিয়র ইঞ্জিনিয়ার, পিপি অ্যান্ড পিডিসি, বিসিএসআইআর জনাব মো. ফরহাদ হোসেন ও জনাব মো. ফারুক হোসেন।