০৬ সেপ্টেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্পোন্নয়নে চাহিদা নিরূপণ ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।
প্রকাশন তারিখ
: 2024-09-06
০৬ সেপ্টেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শিল্পোন্নয়নে চাহিদা নিরূপণ ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা আয়োজন।
সভায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা, সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মোরশেদ আলম, সহকারী মহাব্যবস্থাপক জনাব রাহুল বড়ুয়া এবং সহকারী ব্যবস্থাপক জনাব আবু সালেহ মো. এমদাদুল্লাহ। মতবিনিময় সভায় খাদি শিল্পের উদ্যোক্তা জনাব প্রদীপ কুমার রাহা ও জনাব আল হেলাল এই শিল্পের বর্তমান অবস্থা এবং উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এসময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ফাউন্ডেশনের প্রতিনিধিদল কুমিল্লার দেবীদ্বারে খাদি শিল্পের তাঁত পরিদর্শন ও তাঁতীদের সাথে মতবিনিময় করে।