১১-১২ অক্টোবর ২০২২ ঢাকায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পণ্য/সেবার মানোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সর্বোপরি প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের ফার্নিচার উদ্যোক্তাদের অংশগ্রহণে ডেমনস্ট্রেশন কর্মশালা আয়োজন।
কর্মশালার ১ম দিন বিভিন্ন উড ওয়ার্কিং মেশিন, যেমন- Band Saw, Belt Sander, Brush Sander, Circular Saw, Combination Machine, Mortiser Machine, Spindle Moulder, Surface Planer, Thickness Planer প্রভৃতি মেশিন পরিচিতি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা ও ডেমনস্ট্রেশন প্রদান করা হয়। ২য় দিন Computer Aided Design (CAD), Computer Aided Manufacturing (CAM), Computer Numeric Control (CNC), CNC Wood Router মেশিন পরিচিতি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা ও ডেমনস্ট্রেশন প্রদান করা হয়।