Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২২

২০-২১ সেপ্টেম্বর ২০২২ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহকে সিএমএসএমই ওয়ান স্টপ সেবা কেন্দ্র (সার্ভিস পয়েন্ট) হিসেবে স্থাপন এবং উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-09-20

২০-২১ সেপ্টেম্বর ২০২২ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহকে সিএমএসএমই ওয়ান স্টপ সেবা কেন্দ্র (সার্ভিস পয়েন্ট) হিসেবে স্থাপন এবং উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে কর্মশালা আয়োজন।

কর্মশালার ১ম দিনে ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব সুমন চন্দ্র সাহা বিজনেস ডকুমেন্টেশন ও ইনফরমেশন সার্ভিস এবং মার্কেট লিংকেজ ও বিজনেস প্রোফাইল বিষয়ে দু’টি সেশন পরিচালনা করেন। এছাড়া ডিজিটাল ভিলেজ বুথ (ফিন্যান্সিয়াল সার্ভিস) বিষয়ে সেশন পরিচালনা করেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আরফান। ২য় দিনের বিষয়, দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক পরামর্শ, বাজার সংযোগকরণ, আর্থিক অন্তর্ভূক্তি, ডিজিটাল সেবা ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সেবা প্রদান। ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনের অডিটোরিয়ামে কর্মশালায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।