Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জানুয়ারি ২০২৫

০৪-১০ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় বগুড়ায় বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৫ আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-01-05
০৪-১০ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় বগুড়ায় বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৫ আয়োজন।
০৪ জানুয়ারি ২০২৫ বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বিভাগীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা। তিনি বলেন, এসএমই পণ্য মেলার মাধ্যমে সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে উদ্যোক্তাদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে মর্মে তিনি সবাইকে অবহিত করেন। তিনি আরো বলেন, বগুড়ায় চামড়া শিল্প ও কৃষি জাত পণ্যের একটি অঞ্চল তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব মো. জেদান আল মুসা, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম সরদার, বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দক হোসেন, বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম।
মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৫টি স্টল রয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো- ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা। এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ। ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।