০৮-১১ সেপ্টেম্বর ২০২৪ এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন SheProspers কর্মসচির আওতায় রাজশাহীতে নারী-উদ্যোক্তাদের জন্য ‘স্মার্ট ব্যবসায় ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি’ প্রশিক্ষণ আয়োজন।
১১ সেপ্টেম্বর ২০২৪ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে অর্থনৈতিক কার্যক্রমে নারীর শক্তিশালী অংশগ্রহণ অত্যাবশ্যক। দেশের অর্ধেকের বেশী জনগোষ্ঠী নারী, তাঁদের সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমেই তরান্বিত হবে আমাদের দেশের অগ্রযাত্রা। উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এসএমই ফাউন্ডেশন।
প্রশিক্ষণে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩০জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের বিষয় বস্তু বৈচিত্রময় এবং নারী-উদ্যোক্তাদের জন্য উপযোগী করে তোলার লক্ষ্যে অভিজ্ঞ রিসোর্স পার্সনগণের সহায়তায় প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করা হয়। কারিকুলামে ব্যবসায়ের প্রাথমিক ধারণা, উৎপাদন ব্যবস্থাপনা, বাজারজাতকরণ, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, ডিজিটাল কমার্স, ক্যানভা, ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণে ব্যবসায় ব্যবস্থাপনা, ব্যাংকার এবং আইটি প্রফেশনালগণ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান এবং দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক (ফাইন্যান্স) জনাব কামরুল হাসান ভূইয়া। দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রত্না মারিয়া রোজারিও এবং রাজশাহীর নারী-উদ্যোক্তা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।