Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০২২

১৯ এপ্রিল ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ছাড়কৃত তহবিল দ্বারা গঠিত ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ বিতরণের উদ্দেশ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-04-19
১৯ এপ্রিল ২০২২ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ছাড়কৃত তহবিল দ্বারা গঠিত ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ বিতরণের উদ্দেশ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন।
 
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ছাড়কৃত তহবিল দ্বারা গঠিত ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ বিতরণের উদ্দেশ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ৩২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধান ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে 'রিভলভিং ফান্ড' পরিচালনায় তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- সভায় অবগত করা হয় অর্থ বিভাগের পরামর্শ মোতাবেক পূর্বে বিতরণকৃত অর্থ হতে প্রত্যাবর্তনকৃত অর্থ দ্বারা এসএমই ফাউন্ডেশনে একটি ‘রিভলভিং ফান্ড’ গঠন করা হয়েছে।
- রিভলভিং ফান্ড হতে এসএমই উদ্যোক্তা, ক্লাস্টার, ক্লায়েন্টেল গ্রুপ, অ্যাসোসিয়েশন ও চেম্বারের সদস্য এবং নারী-উদ্যোক্তাদের মধ্যে সর্বোচ্চ ৪% সুদ হারে এ ঋণ বিতরণ করা হবে।
- ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় এ 'রিভলভিং ফান্ড' পরিচালনা করা হবে।